চিরসখা, ছেড়ো না
                
                
চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না।
সংসারগহনে নির্ভয়নির্ভর, নির্জনসজনে সঙ্গে রহো ॥
অধনের হও ধন, অনাথের নাথ হও হে, অবলের বল।
জরাভারাতুরে নবীন করো ওহো সুধাসাগর ॥
  
                
            
           
                        
                
                    রাগ : বেহাগ
                    তাল : ত্রিতাল
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1305
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1899
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1899