এসো শ্যামল সুন্দর
                
                
          এসো শ্যামল সুন্দর,
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা।
বিরহিণী চাহিয়া আছে আকাশে॥
সে যে   ব্যথিত হৃদয় আছে বিছায়ে
          তমালকুঞ্জপথে সজল ছায়াতে,
          নয়নে জাগিছে করুণ রাগিণী॥
বকুলমুকুল রেখেছে গাঁথিয়া,
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি।
          আনো সাথে তোমার মন্দিরা
          চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে--
          বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী,
          ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু॥
  
                
            
           
                        
                
                    রাগ : দেশ
                    তাল : ত্রিতাল
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1344
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1937
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1937