যে তোরে পাগল বলে
                
                
যে তোরে   পাগল বলে   তারে তুই   বলিস নে কিছু ॥
আজকে তোরে কেমন ভেবে   অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু-পিছু ॥
আজকে আপন মানের ভরে   থাক্ সে বসে গদির 'পরে--
কালকে প্রেমে আসবে নেমে, করবে সে তার মাথা নিচু ॥
  
                
            
           
                        
                
                    রাগ : বাউল
                    তাল : দাদরা
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1312
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1905
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1905