বসন্তে আজ ধরার
                
                
     বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,
বুকের 'পরে দোলে   দোলে দোলে   দোলে রে তার পরানপুতলা ॥
              আনন্দেরই ছবি দোলে   দিগন্তেরই কোলে কোলে,
গান দুলিছে   দোলে দোলে   গান দুলিছে নীল-আকাশের হৃদয়-উতলা ॥
          আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে।
          আজি আমার হৃদয়দোলায় কে গো দুলিছে।
              দুলিয়ে দিল সুখের রাশি   লুকিয়ে ছিল যতেক হাসি--
দুলিয়ে দিল   দোলে দোলে   দুলিয়ে দিল জনম-ভরা ব্যথা অতলা ॥
  
                
            
           
                        
                
                    রাগ : পিলু-ভীমপলশ্রী
                    তাল : একতাল
                    রচনাকাল (বঙ্গাব্দ) : ২৮ মাঘ, ১৩২০
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : ১০ ফেব্রুয়ারি, ১৯১৪
                    রচনাস্থান : শান্তিনিকেতন
                    স্বরলিপিকার: ১০ ফেব্রুয়ারি, ১৯১৪