কে বসিলে আজি
                
                
          কে বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর প্রভু,--
জাগাইলে অনুপম সুন্দর শোভা হে হৃদয়েশ্বর ॥
          সহসা ফুটিল ফুলমঞ্জরী শুকানো তরুতে,
                   পাষাণে বহে সুধাধারা ॥
  
                
            
           
                        
                
                    রাগ : সিন্ধু
                    তাল : মধ্যমান
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1304
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1998
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1998