অজয় বর্ধন

শিউলি ফুল, শিউলি

শিউলি ফুল,   শিউলি ফুল,   কেমন ভুল,   এমন ভুল॥
     রাতের বায়   কোন্‌ মায়ায়   আনিল হায়   বনছায়ায়,
          ভোরবেলায়   বারে বারেই   ফিরিবারে   হলি ব্যাকুল॥
              কেন রে তুই উন্মনা!   নয়নে তোর হিমকণা।
কোন্‌ ভাষায়   চাস বিদায়,   গন্ধ তোর   কী জানায়--
     সঙ্গে হায়   পলে পলেই   দলে দলে   যায় বকুল॥

রাগ : পিলু

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1334

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1927

রচনাস্থান :

স্বরলিপিকার: 1927

অজয় বর্ধন - অন্যান্য নিবেদন