হৃদয়ে মন্দ্রিল ডমরু
                
                
              হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু,
          ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত,
     হল রোমাঞ্চিত বন বনান্তর--
দুলিল চঞ্চল বক্ষোহিন্দোলে   মিলনস্বপ্নে সে কোন্ অতিথি রে।
   সঘনবর্ষণশব্দমুখরিত   বজ্রসচকিত ত্রস্ত শর্বরী,
          মালতীবল্লরী কাঁপায় পল্লব করুণ কল্লোলে--
              কানন শঙ্কিত ঝিল্লিঝঙ্কৃত॥
  
                
            
           
                        
                
                    রাগ : মল্লার
                    তাল : তেওরা
                    রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩৪০
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1933
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1933