এসো গো, জ্বেলে
                
                
     এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি
          বিজন ঘরের কোণে, এসো গো।
     নামিল শ্রাবণসন্ধ্যা,   কালো ছায়া ঘনায় বনে বনে॥
আনো বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায়   যূথীমালিকার মৃদু গন্ধে--
              নীলবসন-অঞ্চল-ছায়া
                   সুখরজনী-সম মেলুক মনে॥
          হারিয়ে গেছে মোর বাঁশি,
আমি   কোন্ সুরে ডাকি তোমারে।
              পথে চেয়ে-থাকা মোর দৃষ্টিখানি
              শুনিতে পাও কি তাহার বাণী--
কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে॥
  
                
            
           
                        
                
                    রাগ : ইমনকল্যাণ
                    তাল : ২ + ২ ছন্দ
                    রচনাকাল (বঙ্গাব্দ) : ১৬ শ্রাবণ, ১৩৪৬
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : ১ অগাস্ট, ১৯৩৯
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: ১ অগাস্ট, ১৯৩৯