জীবনে আমার যত
                
                
          জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস-রাত
          সবার মাঝারে আজিকে তোমারে স্মরিব জীবননাথ ॥
যে দিন তোমার জগত নিরখি   হরষে পরান উঠেছে পুলকি
          সে দিন আমার নয়নে হয়েছে তোমার নয়নপাত ॥
          বারে বারে তুমি আপনার হাতে স্বাদে সৌরভে গানে
          বাহির হইতে পরশ করেছ অন্তরমাঝখানে।
পিতা মাতা ভ্রাতা সব পরিবার,  মিত্র আমার, পুত্র আমার,
                   সকলের সাথে প্রবেশি হৃদয়ে
                             তুমি আছ মোর সাথ ॥
  
                
            
           
                        
                
                    রাগ : সাহানা
                    তাল : একতাল
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1307
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1901
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1901