সুস্মিতা পাত্র

যে থাকে থাক-না দ্বারে

যে থাকে   থাক-না দ্বারে,   যে-যাবি      যা-না পারে ॥
যদি ওই    ভোরের পাখি        তোরি নাম    যায় রে ডাকি
              একা তুই   চলে যা রে ॥
কুঁড়ি চায়   আঁধার রাতে         শিশিরের    রসে মাতে।
ফোটা ফুল  চায় না নিশা          প্রাণে তার  আলোর তৃষা,
              কাঁদে সে         অন্ধকারে ॥

রাগ : মিশ্র ছায়ানট

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৭ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৩ সেপ্টেম্বর, ১৯১৪

রচনাস্থান : সুরুল

স্বরলিপিকার: ৩ সেপ্টেম্বর, ১৯১৪

সুস্মিতা পাত্র - অন্যান্য নিবেদন