চিরবন্ধু চিরনির্ভর
                
                
     চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি
              তুমি হে প্রভু--
তুমি চিরমঙ্গল সখা হে  তোমার জগতে,
              চিরসঙ্গী চিরজীবনে ॥
     চিরপ্রীতিসুধানির্ঝর তুমি হে হৃদয়েশ--
তব জয়সঙ্গীত ধ্বনিছে         তোমার জগতে
              চিরদিবা চিররজনী ॥
  
                
            
           
                        
                
                    রাগ : মহীশূরী খাম্বাজ
                    তাল : ষষ্ঠী
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1299
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1893
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1893