চরণধ্বনি শুনি তব
                
                
চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে ॥
গগনে গ্রহতারাচয়   অনিমেষে চাহি রয়,
ভাবনাস্রোত হৃদয়ে বয়   ধীরে একান্তে ধীরে ॥
চাহিয়া রহে আঁখি মম   তৃষ্ঞাতুর পাখিসম,
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে--
কোন্ শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে,
ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দনীরে ॥
  
                
            
           
                        
                
                    রাগ : কাফি
                    তাল : ঝাঁপতাল
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1314
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1908
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1908