পলা ভৌমিক

প্রশ্ন

শ্মাশান হতে বাপ ফিরে এল।
তখন সাত বছরের ছেলেটি-- গা খোলা, গলায় সোনার তাবিজ--একলা গলির উপরকার জানলার ধারে।

পলা ভৌমিক - অন্যান্য নিবেদন