শান্তিদেব ঘোষ

আহা, কেমনে বধিল তোরে

          আহা, কেমনে বধিল তোরে!
            তুই যে স্নেহের পুতলি, সুকুমার শিশু ওরে!
            বড় কি বেজেছে বুকে, বাছা রে,
            কোলে আয়, কোলে আয় একবার--
            ধূলোতে কেন লুটায়ে, রাখিব বুকে ক'রে!

রাগ : কাফি

তাল : আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1289

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1882

রচনাস্থান :

স্বরলিপিকার: 1882

শান্তিদেব ঘোষ - অন্যান্য নিবেদন