ঘন কালো মেঘ তাঁর পিছনে
ঘন কালো মেঘ তাঁর পিছনে,
চারি দিকে বিদ্যুৎ চমকে।
অঙ্গ ঘিরে ঘিরে তাঁর
অগ্নির আবেষ্টন,
যেন শিবের ক্রোধানলদীপ্তি।
তোর মন্ত্রবাণী ধরি কালীনাগিনীমূর্তি
গর্জিছে বিষনিশ্বাসে,
কলুষিত করে তাঁর পুণ্যশিখা।
রাগ : সাহানা
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1344
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1938
রচনাস্থান :
স্বরলিপিকার: 1938