সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে ॥ জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ॥ কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে ॥
যে-কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তাঁরি পরিচয়, সবারে আমি নমি। যে-কেহ মোরে দিয়েছ দুখ দিয়েছ তাঁরি পরিচয়, সবারে আমি নমি ॥ যে কেহ মোরে বেসেছ ভালো জ্বেলেছ ঘরে তাঁহারি আলো, তাঁহারি মাঝে সবারি আজি পেয়েছি আমি পরিচয়, সবারে আমি নমি ॥ যা-কিছু দূরে গিয়েছে ছেড়ে টেনেছে তাঁরি পানে, সবারে আমি নমি। যা-কিছু দূরে গিয়েছে ছেড়ে টেনেছে তাঁরি পানে, সবারে আমি নমি। জানি বা আমি নাহি বা জানি, মানি বা আমি নাহি বা মানি, নয়ন মেলি নিখিলে আমি পেয়েছি তাঁরি পরিচয়, সবারে আমি নমি ॥