আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে সারা প্রহর আমার বুকের মাঝে॥ দিঘির কালো জলের 'পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে, বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে সারা প্রহর আমার বুকের মাঝে॥ আঁধার বাতায়নে একলা আমার কানাকানি ওই আকাশের সনে। ম্লানস্মৃতির বাণী যত পল্লবমর্মরের মতো সজল সুরে ওঠে জেগে ঝিল্লিমুখর সাঁঝে সারা প্রহর আমার বুকের মাঝে॥
তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার-- নিতে মনে লাগে ভয়॥ এই রূপলোকে কবে এসেছিনু রাতে, গেঁথেছিনু মালা ঝ'রে-পড়া পারিজাতে, আঁধারে অন্ধ-- এ যে গাঁথা তারি হাতে-- কী দিল এ পরিচয়॥ এরে পরাবে কি কলালক্ষ্মীর গলে সাতনরী হারে যেথায় মানিক জ্বলে। একদা কখন অমরার উৎসবে ম্লান ফুলদল খসিয়া পড়িবে কবে, এ আদর যদি লজ্জার পরাভবে সে দিন মলিন হয়॥