বাউলের সুর আমার নাই-বা হল পারে যাওয়া। যে হাওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া। নেই যদি-বা জমল পাড়ি ঘাট আছে তো বসতে পারি, আমার আশার তরী ডুবল যদি দেখব তোদের তরী বাওয়া। হাতের কাছে কোলের কাছে যা আছে সেই অনেক আছে, আমার সারা দিনের এই কি রে কাজ ও পার-পানে কেঁদে চাওয়া। কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা, আমার সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি-দাওয়া।
কেমনে কী হল পারি নে বলিতে, এইটুকু শুধু জানি-- নবীন কিরণে ভাসিছে সে দিন প্রভাতের তনুখানি। বসন্ত তখনো কিশোর কুমার, কুঁড়ি উঠে নাই ফুটি, শাখায় শাখায় বিহগ বিহগী বসে আছে দুটি দুটি। কী যে হয়ে গেল পারি নে বলিতে, এইটুকু শুধু জানি-- বসন্তও গেল, তাও চলে গেল একটি না কয়ে বাণী। যা-কিছু মধুর সব ফুরাইল, সেও হল অবসান-- আমারেই শুধু ফেলে রেখে গেল সুখহীন ম্রিয়মাণ।