ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বাল' এই তো আলো-- এই তো আলো। এই তো প্রভাত, এই তো আকাশ, এই তো পূজার পুষ্পবিকাশ, এই তো বিমল, এই তো মধুর, এই তো ভালো-- এই তো আলো-- এই তো আলো। আঁধার মেঘের বক্ষে জেগে আপনি জ্বাল' এই তো আলো-- এই তো আলো। এই তো ঝঞ্ঝা তড়িৎ-জ্বালা, এই তো দুখের অগ্নিমালা, এই তো মুক্তি, এই তো দীপ্তি, এই তো ভালো-- এই তো আলো-- এই তো আলো।
WE TWO LAY sunk in the dusk of dreams; the time of awakening has come waiting for the last word from you. Turn your face to me and with a tear-dimmed glance make the sorrow of parting ever beautiful. The morning will appear with its early star on the far-distant sky of loneliness. The pain of this farewell night has been captured in my vina-strings, the lost glory of love will remain woven in my visions. Open with your own hands the door towards final separation.