আজিকার অরণ্যসভারে অপবাদ দাও বারে বারে; বল যবে দৃঢ় কণ্ঠে অহংকৃত আপ্তবাক্যবৎ প্রকৃতির অভিপ্রায়, "নব ভবিষ্যৎ করিবে বিরল রসে শুষ্কতার গান'-- বনলক্ষ্মী করিবে না অভিমান। এ কথা সবাই জানে-- যে সংগীতরসপানে প্রভাতে প্রভাতে আনন্দে আলোকসভা মাতে সে যে হেয়, সে যে অশ্রদ্ধেয়, প্রমাণ করিতে তাহা আরো বহু দীর্ঘকাল যাবে এই এক ভাবে। বনের পাখিরা ততদিন সংশয়বিহীন চিরন্তন বসন্তের স্তবে আকাশ করিবে পূর্ণ আপনার আনন্দিত রবে।
কখনো সাজায় ধূপ কখনো বা মাল্য, গ্ল্যাক্সোধারায় মনে এনে দেয় বাল্য। সরিষার তেলে দেহ দেয় ক'ষে মাজিয়া। নিয়মের ত্রুটি হলে করে ঘোর কাজিয়া-- কোথা হতে নেমে আসে বকুনির ঝাঁক তার, তর্জনী তুলে বলে "ডেকে দেব ডাক্তার'। এইমত বসে আছি আরামে ও ব্যারামে যেন বোগ্দাদে কোন্ নবাবের হ্যারামে॥