কে গো অন্তরতর সে আমার চেতনা আমার বেদনা তারি সুগভীর পরশে॥ আঁখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয়বীণার তন্ত্র, কত আনন্দে জাগায় ছন্দ কত সুখে দুখে হরষে॥ সোনালি রুপালি সবুজে সুনীলে সে এমন মায়া কেমনে গাঁথিলে-- তারি সে আড়ালে চরণ বাড়ালে, ডুবালে সে সুধাসরসে। কত দিন আসে কত যুগ যায়, গোপনে গোপনে পরান ভুলায়, নানা পরিচয়ে নানা নাম ল'য়ে নিতি নিতি রস বরষে॥
ও চাঁদ, চোখের জলের লাগল জোয়ার দুখের পারাবারে, হল কানায় কানায় কানাকানি এই পারে ওই পারে॥ আমার তরী ছিল চেনার কূলে, বাঁধন যে তার গেল খুলে; তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন্ অচেনার ধারে॥ পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে, আমি সে কোন্ আকুল আলোয় দিশাহারা রাতে। সেই পথ-হারানোর অধীর টানে অকূলে পথ আপনি টানে, দিক ভোলাবার পাগল আমার হাসে অন্ধকারে॥