জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে, আমি সেইখানেতেই মুক্তি খুঁজি দিনের শেষে ॥ সেথায় প্রেমের চরম সাধন, যায় খসে তার সকল বাঁধন-- মোর হৃদয়পাখির গগন তোমার হৃদয়দেশে ॥ ওগো, জানি আমার শ্রান্ত দিনের সকল ধারা তোমার গভীর রাতের শান্তিমাঝে ক্লান্তিহারা। আমার দেহে ধরার পরশ তোমার সুধায় হল সরস-- আমার ধুলারই ধন তোমার মাঝে নূতন বেশে ॥
এ ভাঙা সুখের মাঝে নয়ন-জলে, এ মলিন মালা কে লইবে। ম্লান আলো ম্লান আশা হৃদয়-তলে, এ চির বিষাদ কে বহিবে। সুখনিশি অবসান, গেছে হাসি গেছে গান, এখন এ ভাঙা প্রাণ লইয়া গলে নীরব নিরাশা কে সহিবে।
দুজনে দেখা হল মধুযামিনী রে-- কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে॥ নিকুঞ্জে দখিনাবায় করিছে হায়-হায়, লতাপাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে॥ দুজনের আঁখিবারি গোপনে গেল বয়ে, দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে। আর তো হল না দেখা, জগতে দোঁহে একা-- চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে॥