কোন্ সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল, প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল। নব প্রভাতের তারা সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা। অমরাবতীর সুরযুবতীর এ ছিল কানের দুল। এ যে মুকুটশোভার ধন— হায় গো দরদী কেহ থাক যদি, শিরে দাও পরশন। এ কি স্রোতে যাবে ভেসে দূরদয়াহীন দেশে— জানি নে, কে জানে দিন-অবসানে কোন্খানে পাবে কূল॥
মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে। এসে হেসেই বলে, "যা ই যা ই যাই।' পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, "না না না।' নাচে তা ই তা ই তাই॥ আকাশের তারা বলে তারে, "তুমি এসো গগন-পারে, তোমায় চা ই চা ই চাই।' পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, "না না না।' নাচে তা ই তা ই তাই॥ বাতাস দখিন হতে আসে, ফেরে তারি পাশে পাশে, বলে, "আ য় আ য় আয়'॥ বলে, "নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে বেলা যা য় যা য় যায়। বলে, "পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি, সময় না ই না ই নাই।' পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, "না না না।' নাচে তা ই তা ই তাই॥