অলি বার বার ফিরে যায়, অলি বার বার ফিরে আসে-- তবে তো ফুল বিকাশে॥ কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে। ভুলি মান অপমান, দাও মন প্রাণ, নিশি দিন রহো পাশে। ওগো, আশা ছেড়ে তবু আশা রেখে দাও, হৃদয়রতন-আশে। ফিরে এসো ফিরে এসো-- বন মোদিত ফুলবাসে। আজি বিরহরজনী, ফুল্ল কুসুম শিশিরসলিলে ভাসে॥
আমরা পথে পথে যাব সারে সারে, তোমার নাম গেয়ে ফিরিব দ্বারে দ্বারে ॥ বলব "জননীকে কে দিবি দান, কে দিবি ধন তোরা কে দিবি প্রাণ'-- "তোদের মা ডেকেছে' কব বারে বারে ॥ তোমার নামে প্রাণের সকল সুর আপনি উঠবে বেজে সুধামধুর মোদের হৃদয়যন্ত্রেরই তারে তারে। বেলা গেলে শেষে তোমারই পায়ে এনে দেব সবার পূজা কুড়ায়ে তোমার সন্তানেরই দান ভারে ভারে ॥