আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে দুঃখসুখের-ঢেউ-খেলানো এই সাগরের তীরে ॥ আবার জলে ভাসাই ভেলা, ধুলার 'পরে করি খেলা গো, হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ননীরে ॥ কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি, আঘাত খেয়ে বাঁচি নাহয় আঘাত খেয়ে মরি। আবার তুমি ছদ্মবেশে আমার সাথে খেলাও হেসে গো, নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে ॥
তবে শেষ করে দাও শেষ গান, তার পরে যাই চলে তুমি ভুলে যেয়ো এ রজনী, আজ রজনী ভোর হলে॥ বাহুডোরে বাঁধি কারে, স্বপ্ন কভু বাঁধা পড়ে? বক্ষে শুধু বাজে ব্যথা, আঁখি ভাসে জলে॥
চিঁড়েতন হর্তন ইস্কাবন অতি সনাতন ছন্দে কর্তেছে নর্তন। কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে, কেউ শুয়ে শুয়ে ভুঁয়ে করে কালকর্তন।। নাহি কহে কথা কিছু– একটু না হাসে, সামনে যে আসে চলে তারি পিছু পিছু। বাঁধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা-পাল্টা– নাই পরিবর্তন।।