সেই অভয় ব্রহ্মনাম আজি মোরা সবে লইলাম-- যিনি সকল ভয়ের ভয়। মোরা করিব না শোক যা হবার হোক, চলিব ব্রহ্মধাম। জয় জয় ব্রহ্মের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয়। যদি দৈন্য বহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয়। যদি মৃত্যু নিকট হয় তবু নাহি ভয়, নাহি ভয়। জয় জয় ব্রহ্মের জয়॥
গিয়াছে সে দিন যে দিন হৃদয় রূপেরই মোহনে আছিল মাতি, প্রাণের স্বপন আছিল যখন-- 'প্রেম' 'প্রেম' শুধু দিবস-রাতি। শান্তিময়ী আশা ফুটেছে এখন হৃদয়-আকাশপটে, জীবন আমার কোমল বিভায় বিমল হয়েছে বটে, বালককালের প্রেমের স্বপন মধুর যেমন উজল যেমন তেমন কিছুই আসিবে না -- তেমন কিছুই আসিবে না॥
সে দেবীপ্রতিমা নারিব ভুলিতে প্রথম প্রণয় আঁকিল যাহা, স্মৃতিমরু মোর শ্যামল করিয়া এখনো হৃদয়ে বিরাজে তাহা। সে প্রতিমা সেই পরিমলসম পলকে যা লয় পায়, প্রভাতকালের স্বপন যেমন পলকে মিশায়ে যায় অলসপ্রবাহ জীবনে আমার সে কিরণ কভু ভাসিবে না আর -- সে কিরণ কভু ভাসিবে না -- সে কিরণ কভু ভাসিবে না॥
শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব, প্রভু, দয়াময়— আমাদের ঝরিছে নয়ন, আমাদের ফাটিছে হৃদয় ।। চিরদিন আঁধার না রয়— রবি উঠে, নিশি দূর হয়— এ দেশের মাথার উপরে এ নিশীথ হবে না কি ক্ষয় । চিরদিন ঝরিবে নয়ন ? চিরদিন ফাটিবে হৃদয় ?। মরমে লুকানো কত দুখ, ঢাকিয়া রয়েছি ম্লান মুখ— কাঁদিবার নাই অবসর— কথা নাই, শুধু ফাটে বুক । সঙ্কোচে ম্রিয়মাণ প্রাণ, দশ দিশি বিভীষিকাময়— হেন হীন দীনহীন দেশে বুঝি তব হবে না আলয় । চিরদিন ঝরিবে নয়ন, চিরদিন ফাটিবে হৃদয় ।। কোনো কালে তুলিব কি মাথা । জাগিবে কি অচেতন প্রাণ । ভারতের প্রভাতগগনে উঠিবে কি তব জয়গান । আশ্বাসবচন কোনো ঠাঁই কোনোদিন শুনিতে না পাই— শুনিতে তোমার বাণী তাই মোরা সবে রয়েছি চাহিয়া । বলো, প্রভু, মুছিবে এ আঁখি, চিরদিন ফাটিবে না হিয়া ।।