কি বলিলে, কি শুনিলাম, একি কভু হয়! এই যে জল আনিবারে গেল সে সরযূতীরে-- কার সাধ্য বধে, সে যে ঋষির তনয়! সুকুমার শিশু সে যে, স্নেহের বাছা রে, আছে কি নিষ্ঠুর কেহ বধিবে যে তারে! না না না, কোথা সে আছে-- এনে দে আমার কাছে, সারা নিশি জেগে আছি বিলম্ব না সয়! এখনো যে নিরুত্তর-- নাহি প্রাণে ভয়! রে দুরাত্মা-- কী করিলি--
সহসা ডালপালা তোর উতলা-যে ও চাঁপা, ও করবী! কারে তুই দেখতে পেলি আকাশে-মাঝে জানি না যে॥ কোন্ সুরের মাতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে ও চাঁপা, ও করবী! কার নাচনের নূপুর বাজে জানি না যে॥ তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে। কোন্ অজানার ধেয়ান তোমার মনে জাগে। কোন্ রঙের মাতন উঠল দুলে ফুলে ফুলে ও চাঁপা, ও করবী! কে সাজালে রঙিন সাজে জানি না যে॥