প্রাণ নিয়ে ত সট্কেছি রে করবি এখন কী। ওরে বরা করবি এখন কী। বাবা রে,আমি চুপ করে এই কচুবনে লুকিয়ে থাকি। এই মরদের মুরদখানা,দেখেও কি রে ভড়কালি না, বাহবা শাবাশ তোরে, শাবাশ রে তোর ভরসা দেখি।
বলব কী আর বলব খুড়ো-- উঁ উঁ। আমার যা হয়েছে বলি কার কাছে-- একটা বুড়ো ছাগল তেড়ে এসে মেরেছে ঢুঁ। তখন যে ভারি ছিল জারিজুরি, এখন কেন করছ বাপু উঁ উঁ উঁ-- কোন্খানে লেগেছে বাবা,দিই একটু ফুঁ।