স্বরূপ তাঁর কে জানে, তিনি অনন্ত মঙ্গল– অযুত জগত মগন সেই মহাসমুদ্রে।। তিনি নিজ অনুপম মহিমামাঝে নিলীন– সন্ধান তাঁর কে করে, নিষ্ফল বেদ বেদান্ত। পরব্রহ্ম, পরিপূর্ণ, অতি মহান– তিনি আদিকারণ, তিনি বর্ণন-অতীত।।
আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে দুঃখসুখের-ঢেউ-খেলানো এই সাগরের তীরে ॥ আবার জলে ভাসাই ভেলা, ধুলার 'পরে করি খেলা গো, হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ননীরে ॥ কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি, আঘাত খেয়ে বাঁচি নাহয় আঘাত খেয়ে মরি। আবার তুমি ছদ্মবেশে আমার সাথে খেলাও হেসে গো, নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে ॥