একমনে তোর একতারাতে একটি যে তার সেইটি বাজা-- ফুলবনে তোর একটি কুসুম, তাই নিয়ে তোর ডালি সাজা ॥ যেখানে তোর সীমা সেথায় আনন্দে তুই থামিস এসে, যে কড়ি তোর প্রভুর দেওয়া সেই কড়ি তুই নিস রে হেসে। লোকের কথা নিস নে কানে, ফিরিস নে আর হাজার টানে, যেন রে তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা-- একতারাতে একটি যে তার আপন-মনে সেইটি বাজা ॥
সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে। কে তারে বাঁধল অকারণে॥ গতিরাগের সে ছিল গান, আলোছায়ার সে ছিল প্রাণ, আকাশকে সে চমকে দিত বনে মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়ে তমাল ছায়ে-ছায়ে। ফাল্গুনে সে পিয়ালতলায় কে জানিত কোথায় পলায় দখিন-হাওয়ার চঞ্চলতার সনে॥