তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা, দেখা দিক শুভ্র আলোক। মায়া ছেড়ে দিক পথ, প্রেমের আসুক জয়রথ, রূপের অতীত রূপ দেখে যেন প্রেমিকের চোখ-- দৃষ্টি হতে খসে যাক, খসে যাক মোহনির্মোক॥
সকলি ফুরাল, স্বপনপ্রায়, কোথা সে লুকাল, কোথা সে হায়! কুসুমকানন হয়েছে ম্লান, পাখীরা কেন রে গাহে না গান, ও! সব হেরি শূন্যময়, কোথা সে হায়! কাহার তরে আর ফুটিবে ফুল, মাধবী মালতী কেঁদে আকুল, সেই যে আসিত তুলিতে জল, সেই যে আসিত পাড়িতে ফল, ও! সে আর আসিবে না, কোথা সে হায়!