না থাকে প্রাসাদ আছে তো কুটির কল্যাণে সুপবিত্র । না থাকে নগর আছে তব বন ফলে ফুলে সুবিচিত্র । তোমা হতে যত দূরে গেছি স’রে তোমারে দেখেছি তত ছোটো ক’রে । কাছে দেখি আজ, হে হৃদয়রাজ, তুমি পুরাতন মিত্র । হে তাপস, তব পর্ণকুটির কল্যাণে সুপবিত্র ।
যারা বিহান-বেলায় গান এনেছিল আমার মনে সাঁঝের বেলায় ছায়ায় তারা মিলায় ধীরে। একা বসে আছি হেথায় যাতায়াতের পথের তীরে, আজকে তারা এল আমার স্বপ্নলোকের দুয়ার ঘিরে। সুরহারা সব ব্যথা যত একতারা তার খুঁজে ফিরে। প্রহর-পরে প্রহর যে যায়, বসে বসে কেবল গণি নীরব জপের মালার ধ্বনি অন্ধকারের শিরে শিরে॥
সুনীল সাগরের শ্যামল কিনারে দেখেছি পথে যেতে তুলনাহীনারে॥ এ কথা কভু আর পারে না ঘুচিতে, আছে সে নিখিলের মাধুরীরুচিতে। এ কথা শিখানু যে আমার বীণারে, গানেতে চিনালেম সে চির-চিনারে॥ সে কথা সুরে সুরে ছড়াব পিছনে স্বপনফসলের বিছনে বিছনে। মধুপগুঞ্জে সে লহরী তুলিবে, কুকুমকুঞ্জে সে পবনে দুলিবে, ঝরিবে শ্রাবণের বাদলসিচনে। শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে স্মরণবেদনার বরনে আঁকা সে। চকিতে ক্ষণে ক্ষণে পাব যে তাহারে ইমনে কেদারায় বেহাগে বাহারে॥