ওঠো ওঠো রে-- বিফলে প্রভাত বহে যায় যে। মেলো আঁখি, জাগো জাগো, থেকো না রে অচেতন ॥ সকলেই তাঁর কাজে ধাইল জগতমাঝে, জাগিল প্রভাতবায়ু, ভানু ধাইল আকাশপথে ॥ একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু-- একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে। শুন সে আহ্বানবাণী, চাহো সেই মুখপানে-- তাঁহার আশিস লয়ে চলো রে যাই সবে তাঁর কাজে ॥
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ॥ সে নামখানি নেমে এল ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, শান্তিধারায় বেদন গেল ধুয়ে-- আপন আমার আপনি মরে লাজে ॥ মন মিলে যায় আজ ওই নীরব রাতে তারায়-ভরা ওই গগনের সাথে। অমনি করে আমার এ হৃদয় তোমার নামে হোক-না নামময়, আঁধারে মোর তোমার আলোয় জয় গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥