অমৃতা ভট্টাচার্য্য, জয় গুপ্ত




All artists...

ভুল করেছিনু, ভুল ভেঙ্গেছে (পরিশিষ্ট ১ - নৃত্যনাট্য মায়ার খেলা)

ভুল করেছিনু ভুল ভেঙেছে।
এবার জেগেছি, জেনেছি,
এবার আর ভুল নয় ভুল নয়।
ফিরেছি মায়ার পিছে পিছে,
জেনেছি স্বপন সব মিছে।
বিঁধেছে বাসনা-কাঁটা প্রাণে,
এ তো ফুল নয় ফুল নয়!
পাই যদি ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না লয়ে মন।
ওই প্রেমময় প্রাণে, লইব আশ্রয় সখী,
অতল সাগর এ সংসার,
এ তো কূল নয় কূল নয়!

See more on this song...

অমৃতা ভট্টাচার্য্য, জয় গুপ্ত - অন্যান্য নিবেদন