তোমার কাছে চাই নে আমি অবসর। আমি গান শোনাব গানের পর। বাইরে হোথায় দ্বারের কাছে কাজের লোকে দাঁড়িয়ে আছে, আশা ছেড়ে যাক-না ফিরে আপন ঘর। আমি গান শোনাব গানের পর। জানি না এর কোন্টা ভালো কোন্টা নয়। জানি না কে কোন্টা রাখে কোন্টা লয়। চলবে হৃদয় তোমার পানে শুধু আপন চলার গানে, ঝরার সুখে ঝরবে সুরের এ নির্ঝর। আমি গান শোনাব গানের পর।
I BROUGHT out my earthen lamp from my house and cried, 'Come, children, I will light your path!' The night was still dark when I returned, leaving the road to its silence; crying, 'Light me, 0 Fire! for my earthen lamp lies broken in the dust!'
তোমার কাছে আমিই দুষ্টু ভালো যে আর সবাই। মিত্তিরদের কালু নিলু ভারি ঠাণ্ডা ক-ভাই! যতীশ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো, তুমি বল ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ-- গেটে তাদের কুকুর বাঁধা কর্তেছে ঘেউ ঘেউ। পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমিই দুষ্টু ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনি নে কক্খনোই, জামাকাপড় যেন আমার সাফ থাকে না কোনোই! খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরো আছে অমনি কত কী যে! বাবা আমার চেয়ে ভালো? সত্যি বলো তুমি, তোমার কাছে করেন নি কি একটুও দুষ্টুমি? যা বল সব শোনেন তিনি, কিচ্ছু ভোলেন নাকো? খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাক?