ভৈরবী যামিনী না যেতে জাগালে না কেন, বেলা হল মরি লাজে। শরমে জড়িত চরণে কেমনে চলিব পথের মাঝে! আলোকপরশে মরমে মরিয়া হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া, কোনোমতে আছে পরান ধরিয়া কামিনী শিথিল সাজে। যামিনী না যেতে জাগালে না কেন, বেলা হল মরি লাজে। নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগি। রজনীর শশী গগনের কোণে লুকায় শরণ মাগি। পাখি ডাকি বলে "গেল বিভাবরী, বধূ চলে জলে লইয়া গাগরি, আমি এ আকুল কবরী আবরি কেমনে যাইব কাজে! যামিনী না যেতে জাগালে না কেন, বেলা হল মরি লাজে।
FEAR NOT, FOR thou shalt conquer, thy doors will open, thy bonds break. Often thou losest thyself in sleep, and yet must find back thy world again and again. The call comes to thee from the earth and sky the call from among men, the call to sing of gladness and pain, of shame and fear. The leaves and the flowers, the waters that fall and flow, ask for thy notes to mingle with their own, the darkness and light to tremble in the rhythm of thy song.
MY KING WAS unknown to me, therefore when he claimed his tribute I was bold to think I would hide myself leaving my debts unpaid. I fled and fled behind my day's work and my night's dreams. But his claims followed me at every breath I drew. Thus I came to know that I am known to him and no place left which is mine. Now I wish to lay my all before his feet, and gain the right to my place in his kingdom.