চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে॥ ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে॥ তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে। খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক্ তবে সেই কেবল খেলা, হোক-না এখন প্রাণের মেলা-- তারের বীণা ভাঙল, হৃদয়-বীণায় গাহি রে॥
ভিক্ষে দে গো, ভিক্ষে দে । দ্বারে দ্বারে বেড়াই ঘুরে, মুখ তুলে কেউ চাইলি নে । লক্ষ্মী তোদের সদয় হোন, ধনের উপর বাড়ুক ধন— আমি একটি মুঠো অন্ন চাই গো, তাও কেন পাই নে । ওই রে সূর্য উঠল মাথায়, যে যার ঘরে চলেছে । পিপাসাতে ফাটছে ছাতি, চলতে আর যে পারি নে । ওরে তোদের অনেক আছে, আরো অনেক হবে— একটি মুঠো দিবি শুধু আর কিছু চাহি নে ।।