ওকে কেন কাঁদালি! ও যে কেঁদে চলে যায়-- ওর হাসিমুখ যে আর দেখা যাবে না॥ শূন্যপ্রাণে চলে গেল, নয়নেতে অশ্রুজল-- এ জনমে আর ফিরে চাবে না॥ দু দিনের এ বিদেশে কেন এল ভালোবেসে, কেন নিয়ে গেল প্রাণে বেদনা। হাসি খেলা ফুরালো রে, হাসিব আর কেমনে! হাসিতে তার কান্নামুখ পড়ে যে মনে। ডাক্ তারে একবার-- কঠিন নহে প্রাণ তার!-- আর বুঝি তার সাড়া পাবে না॥
সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। যাক-না গো সুখ জ্বলে ॥ যাক-না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি-- তুলে নিয়ে দুলাবে ওই বাহুদোলার দোলে ॥ যেখানে ঘর বাঁধব আমি আসে আসুক বান-- তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ। হার মেনেছি, মিটেছে ভয়-- তোমার জয় তো আমারি জয় ধরা দেব, তোমায় আমি ধরব যে তাই হলে ॥