মেঘেরা চলে চলে যায়, চাঁদেরে ডাকে 'আয়, আয়'। ঘুমঘোরে বলে চাঁদ 'কোথায় কোথায়'॥ না জানি কোথা চলিয়াছে, কী জানি কী যে সেথা আছে, আকাশের মাঝে চাঁদ চারি দিকে চায়॥ সুদূরে, অতি অতিদূরে, বুঝি রে কোন্ সুরপুরে তারাগুলি ঘিরে ব'সে বাঁশরি বাজায়। মেয়েরা তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে, লুকিয়ে চাঁদের হাসি চুরি করে যায়॥
আমার নাইবা হল পারে যাওয়া। যে হাওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া ॥ নেই যদি বা জমল পাড়ি ঘাট আছে তো বসতে পারি। আমার আশার তরী ডুবল যদি দেখব তোদের তরী-বাওয়া ॥ হাতের কাছে কোলের কাছে যা আছে সেই অনেক আছে। আমার সারা দিনের এই কি রে কাজ-- ওপার-পানে কেঁদে চাওয়া। কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা। আমার সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি-দাওয়া ॥