তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে। আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে॥ আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে, বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে॥ তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে-- ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভূমি-'পরে। নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান-- ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে॥
নাই নাই নাই যে বাকি, সময় আমার-- শেষের প্রহর পূর্ণ করে দেবে না কি॥ বারে বারে কারা করে আনাগোনা, কোলাহলে সুরটুকু আর যায় না শোনা-- ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে ফাঁকি॥ পণ করেছি, তোমার হাতে আপনারে শেষ করে আজ চুকিয়ে দেব একেবারে। মিটিয়ে দেব সকল খোঁজা, সকল বোঝা, ভোরবেলাকার একলা পথে চলব সোজা-- তোমার আলোয় ডুবিয়ে নেব সজাগ আঁখি॥