আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন! তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন ॥ এল যখন সাড়াটি নাই, গেল চলে জানালো তাই-- এমন ক'রে আমারে হায় কে বা কাঁদায় সে জন ভিন্ন ॥ তখন তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুমকীর্ণ। বসন্ত যে রঙিন বেশে ধরায় সে দিন অবতীর্ণ। সে দিন খবর মিলল না যে, রইনু বসে ঘরের মাঝে-- আজকে পথে বাহির হব বহি আমার জীবন জীর্ণ ॥
ফিরে ফিরে আমায় মিছে ডাকো স্বামী-- সময় হল বিদায় নেব আমি॥ অপমানে যার সাজায় চিতা সে যে বাহির হয়ে এল অগ্নিজিতা। রাজাসনের কঠিন অসম্মানে ধরা দিবে না সে যে মুক্তিকামী॥ আমায় মাটি নেবে আঁচল পেতে বিশ্বজনের চোখের আড়ালেতে, তুমি থাকো সোনার সীতার অনুগামী॥