সে জন কে, সখী, বোঝা গেছে, আমাদের সখী যারে মনপ্রাণ সঁপেছে। ও সে কে, কে, কে। ওই যে তরুতলে, বিনোদ-মালা গলে, না জানি কোন্ ছলে বসে রয়েছে। সখী কী হবে, ও কি কাছে আসিবে কভু, কথা কবে। ও কি প্রেম জানে, ও কি বাঁধন মানে। ও কী মায়াগুণে মন লয়েছে। বিভল আঁখি তুলে আঁখি পানে চায়, যেন কী পথ ভুলে এল কোথায়। (ওগো) যেন কী গানের স্বরে, শ্রবণ আছে ভরে, যেন কোন্ চাঁদের আলোয় মগ্ন হয়েছে।
নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে। ওরে মন, হবেই হবে ॥ পাষাণসমান আছে পড়ে, প্রাণ পেয়ে সে উঠবে ওরে, আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে ॥ সময় হল, সময় হল-- যে যার আপন বোঝা তোলো রে-- দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে। ঘণ্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে-- এক সাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে ॥