আরে , কী এত ভাবনা কিছু তো বুঝি না। সময় বহে যায় যে। কখন্ এনেছি মোরা , এখনো তো হল না। এ কেমন রীতি তব বাহ্ রে। না না হবে না , এ বলি হবে না– অন্য বলির তরে যা রে যা। অন্য বলি এ রাতে কোথা মোরা পাব ! এ কেমন কথা কও , বাহ্ রে।।
যাই যাই, ছেড়ে দাও--স্রোতের মুখে ভেসে যাই। যা হবার তা হবে আমার, ভেসেছি তো ভেসে যাই॥ ছিল যত সহিবার সহেছি তো অনিবার-- এখন কিসের আশা আর। ভেসেছি তো ভেসে যাই॥