গানের ভেলায় বেলা অবেলায় প্রাণের আশা ভোলা মনের স্রোতে ভাসা ॥ কোথায় জানি ধায় সে বাণী, দিনের শেষে কোন ঘাটে যে ঠেকে এসে চিরকালের কাঁদা-হাসা ॥ এমনি খেলার ঢেউয়ের দোলে খেলার পারে যাবি চলে। পালের হাওয়ার ভরসা তোমার-- করিস নে ভয় পথের কড়ি না যদি রয়, সঙ্গে আছে বাঁধন-নাশা ॥
তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ। তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ ।। তোমারি শোকে এ আঁখি বরষিবে, এ বীণা তোমারি গাহিবে গান ।। যদিও এ বাহু অক্ষম দুর্বল তোমারি কার্য সাধিবে । যদিও এ অসি কলঙ্কে মলিন তোমারি পাশ নাশিবে ।। যদিও, হে দেবী, শোণিতে আমার কিছুই তোমার হবে না তবু, ওগো মাতা পারি তা ঢালিতে একতিল তব কলঙ্ক ক্ষালিতে— নিভাতে তোমার যাতনা । যদিও, জননী, যদিও আমার এ বীণায় কিছু নাহিক বল কী জানি যদি, মা, একটি সন্তান জাগি উঠে শুনি এ বীণাতান ।।