না সজনী,না,আমি জানি জানি, সে আসিবে না। এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী,বাসনা তবু পূরিবে না। জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না।। যদি বা সে আসে,সখী,কী হবে আমার তায়। সে তো মোরে, সজনী লো,ভালো কভু বাসে না— জানি লো। ভালো ক’রে কবে না কথা,চেয়েও না দেখিবে— বড়ো আশা করে শেষে পূরিবে না কামনা।।
যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা-- বাজাও বীণা, ভুলাও ভুলাও সকল দুখের কথা ॥ এতদিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে মনে আজকে আমার তারে তারে শুনাও সে বারতা ॥ আর বিলম্ব কোরো না গো, ওই-যে নেবে বাতি। দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান পাতি। বাঁধলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায়, সেই সুরে মোর বাজাও প্রাণে তোমার ব্যাকুলতা ॥