তোমারি ঝরনাতলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন্ ক্ষণে ॥ রবি ওই অস্তে নামে শৈলতলে, বলাকা কোন্ গগনে উড়ে চলে-- আমি এই করুণ ধারার কলকলে নীরবে কান পেতে রই আনমনে তোমারি ঝরনাতলার নির্জনে ॥ দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে, মেটে বা নাই মেটে তা ভাবব না আর তার তরে সারাদিন অনেক ঘুরে দিনের শেষে এসেছি সকল চাওয়ার বাহির-দেশে, নেব আজ অসীম ধারার তীরে এসে প্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনে তোমারি ঝরনাতলার নির্জনে ॥
ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ, আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব-- শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লহো সব। আমি কী আর কব ॥ এই সংসারপথসঙ্কট অতি কণ্টকময় হে, আমি নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেমমুরতি তব। আমি কী আর কব ॥ সুখ দুখ সব তুচ্ছ করিনু প্রিয় অপ্রিয় হে-- তুমি নিজ হাতে যাহা সঁপিবে তাহা মাথায় তুলিয়া লব। আমি কী আর কব ॥ অপরাধ যদি ক'রে থাকি পদে, না করো যদি ক্ষমা, তবে পরানপ্রিয়, দিয়ো হে দিয়ো বেদনা নব নব। তবু ফেলো না দূরে, দিবসশেষে ডেকে নিয়ো চরণে-- তুমি ছাড়া আর কী আছে আমার মৃত্যু-আঁধার ভব। আমি কী আর কব ॥