তবে শেষ করে দাও শেষ গান, তার পরে যাই চলে তুমি ভুলে যেয়ো এ রজনী, আজ রজনী ভোর হলে॥ বাহুডোরে বাঁধি কারে, স্বপ্ন কভু বাঁধা পড়ে? বক্ষে শুধু বাজে ব্যথা, আঁখি ভাসে জলে॥
কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে। অশেষ হয়ে সেই তো আছে এই ভুবনে॥ তারি বাণী দু হাত বাড়ায় শিশুর বেশে, আধো ভাষায় ডাকে তোমার বুকে এসে, তারি ছোঁওয়া লেগেছে ওই কুসুমবনে॥ কোথায় ফিরিস ঘরের লোকের অন্বেষণে-- পর হয়ে সে দেয় যে দেখা ক্ষণে ক্ষণে। তার বাসা-যে সকল ঘরের বাহির-দ্বারে, তার আলো যে সকল পথের ধারে ধারে, তাহারি রূপ গোপন রূপে জনে জনে॥