গান আমার যায় ভেসে যায়---- চাস্ নে ফিরে, দে তারে বিদায়॥ সে যে দখিনহাওয়ায় মুকুল ঝরা, ধুলার আঁচল হেলায় ভরা, সে যে শিশির-ফোঁটার মালা গাঁথা বনের আঙিনায়॥ কাঁদন-হাসির আলোছায়া সারা অলস বেলা-- মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা। ভুলে-যাওয়ার বোঝাই ভরি গেল চলে কতই তরী-- উজান বায়ে ফেরে যদি কে রয় সে আশায়॥
প্রাণ নিয়ে ত সট্কেছি রে করবি এখন কী। ওরে বরা করবি এখন কী। বাবা রে,আমি চুপ করে এই কচুবনে লুকিয়ে থাকি। এই মরদের মুরদখানা,দেখেও কি রে ভড়কালি না, বাহবা শাবাশ তোরে, শাবাশ রে তোর ভরসা দেখি।