নাট্যগীতি
‘কথা ও কাহিনী’তে প্রকাশিত ‘পরিশোধ’ নামক পদ্য-কাহিনীটিকে নৃত্যাভিনয়- উপলক্ষে নাট্যীকৃত করা হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এর সমস্তই সুরে বসানো। বলা বাহুল্য, ছাপার অক্ষরে সুরের সঙ্গ দেওয়া অসম্ভব ব’লে কথাগুলির শ্রীহীন বৈধব্য অপরিহার্য।
সহহে অভিনয়যোগ্য করিবার অভিপ্রায় অচলায়তন নাটকটি "গুরু" নামে এবং কিঞ্চিত রূপান্তরিত এবং লঘুতর আকারে প্রকাশ করা হইল।
শান্তিনিকেতন শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
১লা ফাল্গুন
১৩২৪