এখনো আঁধার রয়েছে
এখনো আঁধার রয়েছে হে নাথ--
এ প্রাণ দীন মলিন, চিত অধীর,
সব শূন্যময় ॥
চারি দিকে চাহি, পথ নাহি নাহি--
শান্তি কোথা, কোথা আলয়?
কোথা তাপহারী পিপাসার বারি--
হৃদয়ের চির-আশ্রয়?।
রাগ : আশাবরী
তাল : চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1291
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1984
রচনাস্থান :
স্বরলিপিকার: 1984