মোস্তাফিজুর রহমান তূর্য




All artists...

আসা-যাওয়ার পথের ধারে (প্রেম)

     আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন।
     যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজল যে বীন॥
     সুরগুলি তার নানা ভাগে    রেখে যাব পুষ্পরাগে,
     মীড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণলেখায় করব বিলীন॥
কিছু বা সে মিলনমালায় যুগলগলায় রইবে গাঁথা,
কিছু বা সে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা।
          কিছু বা কোন্‌ চৈত্রমাসে    বকুল-ঢাকা বনের ঘাসে
          মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন॥

See more on this song...

মোস্তাফিজুর রহমান তূর্য - অন্যান্য নিবেদন